https://www.a1news24.com
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৪

দিল্লির কোচিং সেন্টারে বন্যার পানিতে আটকে তিন শিক্ষার্থীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির পশ্চিমে একটি কোচিং সেন্টারের বেজমেন্টে ঢুকে পড়া বন্যার পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীরা বেজমেন্টে চার ঘণ্টারও বেশি সময় আটকে ছিল। তারপর তাদের মৃত্যু ঘটে। খবর এনডিটিভি।

এক ভিডিওতে দেখা গেছে, দিল্লির রাজেন্দ্রনগরে রাও আইএএস স্টাডি সেন্টার নামক কোচিং সেন্টার গতকাল শনিবার বন্যায় তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে তারা একটি ফোনকল পান। তারা জানতে পারেন, কোচিংয়ের বেজমেন্টে শিক্ষার্থীরা আটকে আছেন। এরপর তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়।

অভিযান শুরুর প্রায় ঘণ্টাখানেক পর দুই নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে রাতে উদ্ধার করা হয় তৃতীয় মরদেহ। তিনি পুরুষ শিক্ষার্থী ছিলেন।

সেন্ট্রাল দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, মরদেহগুলোকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। পাম্প করে পানি বের করা হচ্ছে। বেসমেন্টে এখনো প্রায় ৭ ফুট পানি রয়েছে। আমি ছাত্রদের এখানে না আসার জন্য অনুরোধ করছি।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেছেন যে, বেসমেন্টে এখনো কেউ আটকা পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরো..