মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলীসহ ৪ জন শিক্ষককে কারণ দর্শানো(শোকজ) নোটিশ পাঠিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরকারি নির্দেশনা না মানায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম স্বাক্ষরিত একটি শোকজ নোটিশে আগামী ৫ কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজকৃত অন্য তিনজন শিক্ষক হলেন সহকারী শিক্ষক মোমেনা বেগম, মিনি আকতার ও আলপনা বেগম।
উল্লেখ্য, ৭ অক্টোবর জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইনে “নিয়ম নীতির তোয়াক্কা না করেই স্কুলে তালা দিলেন প্রধান শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে প্রধান শিক্ষক আহাদ আলী বলেন ৩.৩০ মিনিটে তিনি স্কুল ছুটি দিয়ে বাসায় গেছেন। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ৮ অক্টোবর স্কুল পরিদর্শন করে প্রস্থান রেজিস্ট্রারে ৪.১৫ মিনিট দেখতে পান।
তবে ওই বিদ্যালয় সংলগ্ন এলাকাবাসীর দাবী
শুধুমাত্র শোকজ করলেই হবেনা, বার বার দায়িত্ব অবহেলার কারণে ওই বিদ্যালয়ের সকল শিক্ষককে অন্যত্র বদলী করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ কর্ম দিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টাইম মেইনটেইনয়ের জন্য চিঠি দেওয়া হচ্ছে।