https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

দর্শকদের ভালোবাসায় চোখ ভিজল অভিনেত্রী লোপেজের

বিনোদন প্রতিবেদক: গানের পাশাপাশি অভিনয়েও ব্যাপক জনপ্রিয় মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সিনেমার পাশাপাশি তিনি মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন। ১৯৯৭ সালে ‘অ্যানাকোন্ডা’ সিনেমা দিয়ে অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়ান। এরপর অভিনয়ে থাকলেও গানের জগতে তিনি ছাড়িয়ে যান অন্যদের।

বিশ্বের অন্যতম সেরা পপগায়িকা হিসেবেই খ্যাতি তার। তবে লোপেজ সবসময় ভাল অভিনেত্রী হতে চেয়েছেন। তার ইচ্ছা ছিল, পর্দায় তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে কুর্নিশ জানাবে। আর সেই দিনটি এসেই গেল লোপেজের জীবনে।

২৩ জানুয়ারি শুরু হয়েছে সানডান্স চলচ্চিত্র উৎসব। রবিবার উৎসবের পার্ক সিটি একেলস থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে জেনিফার অভিনীত ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’-এর প্রিমিয়ার। তাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী নিজেও।

প্রদর্শনী শেষে স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে সম্মান জানানো) পেয়েছে ছবিটি।আর সেই মুহূর্ত দেখে আবেগ ধরে রাখতে পারেননি জেনিফার। চোখ ভিজেছে জলে, আপ্লুত কণ্ঠে জানিয়েছেন অনুভূতি। জেনিফার বলেন, ‘গোটা জীবন ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। ছোটবেলায় মা আমাকে টিভির সামনে বসাতেন, আমি দেখতাম আর মুগ্ধ হতাম। মনে হতো, আমি এরকমই কিছু করতে চাই।এই প্রথম মনে হচ্ছে, আমি সত্যিকার অর্থেই সেটা করতে পেরেছি। আমার স্বপ্নটা সত্যি হয়েছে।’

‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ নির্মাণ করেছেন বিল কনডন। তিনি বলেন, “২৭ বছর আগে এখানে এসেছিলাম। আর এবার আমার ছবির প্রিমিয়ার এই উৎসবে হলো, মুহূর্তটা কখনো ভুলব না। ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ এমন একটি ছবি, যেটা আমি সারা জীবন বানাতে চেয়েছিলাম।”

ছবিটির গল্প আবর্তিত হয়েছে আর্জেন্টিনার স্বৈরশাসন আমল তথা ‘ডার্টি ওয়ার’ সময়ের প্রেক্ষাপটে। যেখানে কারাগারের শোষণ, নিপীড়নের মধ্য দিয়ে তৎকালীন বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে জেনিফার লোপেজের সঙ্গে আছেন তনাতিউ এলিজারাজ, দিয়েগো লুনা, টনি দেবোলানি প্রমুখ।

আরো..