আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে এক সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তাঁরা এই উদ্বেগ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তাঁরা।আগামী বছর ভারতে কোয়াডের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে।