https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০

তেঁতুলিয়ায় বজ্রপাতে দুই গাভী গরুর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে দুই গাভী গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনাটি ঘটে। পেশায় সব্রাতু একজন কৃষক। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগীও মারা গেছে বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, টানা একমাস দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্ন ভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুঝলধারে বৃষ্টিপাত নামে। এর মাঝে আকাশে গর্জনের সাথে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভী গরুসহ মুরগীগুলো মারা যায়।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া গাভী গরু দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

আরো..