কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার তিস্তা ডিগ্রী কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়। কর্মসীুচর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভা যাত্রা, পানতাভাতের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, এসো হে বৈশাখ, এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর অধ্যক্ষ আব্দুস সালাম আজাদ এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে কলেজ চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় কলেজরে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ পালনে ইতিবৃত্ত তুলে ধরেন উপাধ্যক্ষ গোলাম মোস্তফা। অধ্যক্ষ আব্দুস সালাম আজাদ বলেন, পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সর্বজনীন উৎসব।
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ৯:৪৫