https://www.a1news24.com
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৬

তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তালা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক অপরজন হলেন তালার শাহাপুর গ্রামের ইসহাক আলী (৫৫)। থানা পুলিশ জানান, গত ২৭ নভেম্বর আব্দুল আলিম নামে এক বিএনপি কর্মীর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখনো হয়েছে। উপজেলার জেঠুয়া গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে করা এ মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদেরকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো..