https://www.a1news24.com
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৪

তালায় দাদীকে জবাই করে হত্যা করলো নেশাগ্রস্থ পৌত্র !

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে হানিফ জোয়ার্দার নামে নেশাগ্রস্থ পৌত্র (পোতা)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যাকারীকে থানায় নিয়ে আসে।

হত্যাকান্ডের শিকার বৃদ্ধা সখিনা খাতুন উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত, কওছার জোয়ার্দারের স্ত্রী। আর ঘাতক নিহত সখিনা খাতুনের ছেলে মশিয়ার জোয়ার্দারের ছেলে হানিফ জোয়ার্দার (২৫)।

সে স্থানীয় শালিখা ডিগ্রী কলেজে ডিগ্রী ২য় বর্ষে অধ্যয়নরত বলে জানাগেছে।স্থানীয়রা জানায়, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদীর সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদী সখিনা খাতুনকে জবাই করে হত্যা করে।বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

সাতক্ষীরা তালা থানার ওসি (তদন্ত) মো: ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে তার দাদীকে হত্যার দায় স্বীকার করেছে।

আরো..