https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন পাঁচ এমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পাঁচজন এমপি। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের মনোনয়ন দিয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) উপসচিব মো. মাহবুব জামিলের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন দিয়েছেন।

তারা হলেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।

আরো..