https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মলিকুলার দৃষ্টিকোণ থেকে আধুনিক ওষুধ আবিষ্কার ও উন্নয়ন’ শীর্ষ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসি কমস্টেক স্কলার, প্রখ্যাত বিজ্ঞানী ড. আতিয়া -তুল -ওয়াহাব। কর্মশালায় বক্তব্য রাখেন অত্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ড. অধ্যাপক হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া মান্নান। এই কর্মশালার মাধ্যমে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ মানের দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরো..