ক্রীড়া ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। পরেরদিনই ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সোমবার (১৩ মে) তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কা রয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
৩ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৭ জুন ডালাসে দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। ১১ জুন লডারহিলে তৃতীয় ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে। আর ১৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ বেলালাগে, দুশমান্থে চামিরা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা ও দিলশান মদুশঙ্ক।
ভ্রমণ রিজার্ভ:
অসিথা ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, ভানুকা রাজাপাকসে ও জেনিথ লিয়ানাগে।