https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৩

ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার ফটো সাংবাদিক বাবুল তালুকদার ও ক্যামেরা ভাঙচুর, পুলিশের ছররা গুলিতে মেহরাজ আহত

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সংবাদ কাভার করতে গিয়ে পুলিশের গুলি ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার ও দৈনিক আমাদের সময়ের ফটো সাংবাদিক মেহরাজ।

আজ রবিবার পৃথক দুটি ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও বিশ্ববিদ্যালয়ের কদম ফোয়ারা এলাকায় এই হামলার শিকার হন।

দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার জানান, ধানমন্ডি এলাকায় আমার ডিউটি ছিল, এ সময় ধানমন্ডির পুরো এলাকাতে ছাত্র জনতা অবস্থান নেয়, অপরদিকে ছাত্রলীগের নেতা কর্মীরা সশস্ত্র অবস্থায় তারাও মহড়া দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় আমি সেই দৃশ্যের ছবি তুলতে গেলে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমার উপর হামলা ব্যাপক চালায়, তারা আমার হাত ও পায়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেলে।

পরবর্তীতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা আমাকে মাটিতে ফেলে তারা চলে যায়। এ সময় ছাত্ররা আমাকে উদ্ধার করে রাজধানী গ্রিন রোডের “ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে নিয়ে যায়” এ সময় আমার সহকর্মী দৈনিক কালবেলা পত্রিকার ফটো সাংবাদিক নাসির উদ্দিন খবর পেয়ে হাসপাতালে পৌঁছালে ছাত্ররা তখন আমার কাছ থেকে বিদায় নেয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহিদুল বারী (অর্থপেডিক ও স্পাইন সার্জারি) আমার প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন দেন ও এক্সরে করান।

এদিকে গুলিবিদ্ধ মেহরাজ জানান, আমরা তিনজন সাংবাদিক কদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কদম ফোয়ারার দিকে যাচ্ছিলাম। সেখানে একটি পুলিশের বক্স আছে। কিছু লোকজন সেটা ভাঙচুর করছিল সেটার ছবি তুলছিলাম। এরপর দূর থেকে আসা পুলিশের ছররা গুলি লাগে শরীরে।

তিনি বলেন, চার/পাঁচটা গুলি লাগলে আমি পড়ে যায়। এরপর আমার সহকর্মীরা আমাকে ঢামেকে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানান এই ফটো সাংবাদিক।

আরো..