https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯

টানা ক্রিকেটে ক্লান্ত টাইগাররা, বিশ্রাম প্রয়োজন: ফাহিম

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চেনা-জানা উইকেটে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ ছন্দপতন! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-৩ ব্যবধানে সিরিজ হেরে মাটিতে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর থাকা দলটিকে যেন বাস্তবতায় ফিরিয়ে এনেছে ক্যারিবীয়রা। পুরো সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতাই দলের সবচেয়ে বড় দুর্ভাবনা হয়ে দেখা দিয়েছে।

দলের এমন পারফরম্যান্সে হতাশ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তবে তিনি বিশ্বাস করেন, এখান থেকে দল ঘুরে দাঁড়াবে। মিরপুরে ফাহিম বলেন, ‘শেষ টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতায় কিছুটা বাধা এসেছে। টানা চারটি সিরিজ জেতা সহজ নয়, তাই এবার ব্যর্থতা হতাশার হলেও এটি বড় ধাক্কা নয়। ব্যাটিংয়ে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম, সুযোগ থাকা সত্ত্বেও রান তুলতে পারিনি।’

ফাহিম বিশ্লেষণ করলেন- প্রথম ম্যাচের শেষ দুই-তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান তোলে, সেটিই ম্যাচের গতিপথ পাল্টে দেয়। দ্বিতীয় ম্যাচে যদিও বোলাররা নিয়ন্ত্রণে রাখেন প্রতিপক্ষকে, কিন্তু ব্যাটিং ব্যর্থতা বারবার ভুগিয়েছে দলকে। ‘এটা কিছুটা উদ্বেগের বিষয়,’ বলেন তিনি।

দলের ব্যাটারদের পারফরম্যান্স প্রসঙ্গে ফাহিম উল্লেখ করেন, ‘সাইফ (হাসান) আগের মতো পারল না, তবে তামিম (তানজিদ হাসান) ভালো খেলেছে। মিডল অর্ডারে জাকের ও সোহানদের নিয়ে আমরা স্বস্তিতে ছিলাম, কিন্তু এবার ম্যাচজয়ী ইনিংস পাইনি। দল ক্লান্ত। টানা খেলার মধ্যে একটু বিশ্রাম পেলে হয়তো ভালো হতো।’

খেলোয়াড়দের বিশ্রাম ও রোটেশন প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পেস বোলারদের মধ্যে রোটেশন চলছে। শুধু বিশ্রাম নয়, নতুনদের গড়ে তোলার দিকেও নজর দিচ্ছি। যেন শুধু ১১ জন মূল খেলোয়াড়ের ওপর নির্ভর না করতে হয়।’

ফর্মহীন জাকেরের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যাশার চাপ হয়তো প্রভাব ফেলছে। নতুন খেলোয়াড়রা প্রথমে ফ্রি মাইন্ডে খেলতে পারে, কিন্তু সময়ের সঙ্গে প্রতিপক্ষ তাদের নিয়ে পরিকল্পনা করে। আশা করি, জাকের নতুন পথ খুঁজে পাবে।’ সোহানের চোট নিয়েও তিনি সতর্কতার কথা জানান।

ক্রিকেট অপারেশন্সে ‘ছায়া কমিটি’ গঠনের বিষয়ে ফাহিম স্পষ্ট করেন, ‘এমন কোনো আলাদা কমিটির সুযোগ নেই। বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলিই সব সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে বিশেষ কমিটি হতে পারে, তবে তা শুধু ক্রিকেট অপারেশন্সের জন্য নয়।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে এবার বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ-আয়ারল্যান্ড সিরিজ। ঘরের মাঠে আসন্ন এই সিরিজে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগই দেখছেন ফাহিম। ‘দল ঘুরে দাঁড়াবে,’ আশাবাদী কণ্ঠে বলেন তিনি।

আরো..