https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮

টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজারহাটের বোরো ধান, আতঙ্কে কৃষক

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম)- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে কৃষকের কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। জমিতে ধান পাকলেও তারা বৃষ্টির কারণে ধান কাটতে পারছেন না। এমনিতেই অধিক পাকার কারণে ধান জমিতেই পড়ে যাচ্ছে, তার উপর কয়েকদিনের টানা বৃষ্টিপাত। মনে হচ্ছে বর্ষাকাল। কালে অকাল হয়ে বর্ষা কালের মত অধিক বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার সাতটি ইউনিয়নের কয়েক হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। আবার কিছু ধান তলিয়ে যাবার উপক্রম। উপায় অন্ত না পেয়ে অনেকেই কেটে আনেন ধান। সেই ধান মাড়াইয়ের পর রোদে শুকাতে না পারায় বড় বড় গাছ বের হচ্ছে। আবার কিছু কিছু ধান নষ্ট হওয়ার উপক্রম। চাকির পশার ইউনিয়নের কৃষক শাহ আলম ব্যাপারী বলেন, গ্রীষ্মকালে এরকম টানা বৃষ্টিপাত আগে কখনো হয়নি। তাই কিছু জমির ধান কাটলেও সব ধান কাটাতে পারিনি। এরই মধ্যে তলিয়ে যাচ্ছে পাকা ধান। রাজারহাট উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী জানান, বৈরী আবহাওয়ার কারণে এমনটাই হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকেরা ধান কাটাতে পারবে।

আরো..