https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

‘টাইম টু গো’, অমিতাভের পোস্ট ঘিরে হুলুস্থুলু নেটদুনিয়ায়

বিনোদন ডেস্ক: ভারতীয় হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন কয়েকটি সংখ্যা লিখে ইংরেজিতে কেবল তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘যাবার সময় হল’; এক্সে দেওয়া অভিনেতার ওই পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল এবং নানা ধরনের জল্পনা।

ইন্ডিয়া টুডে বিগবির ওই পোস্ট ধরে যে প্রতিবেদন লিখেছে, তাতে বলা হয়েছে, এক্সে অমিতাভকে উদ্দেশ্য করে ভক্তরা প্রশ্নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন।

একজন লিখেছেন, “আপনি কোথায় যাচ্ছেন?”, “আপনি কী চলে যাচ্ছেন?”, প্রশ্নে আরেকজনের।

এক ভক্তের মন্তব্য “ফিরে এসো।” এছাড়া কেন এমন পোস্ট দেওয়া হয়েছে, সেটি জানতে চেয়েছেন বহু মানুষ।

কেউ কেউ আবার ইতিবাচকভাবে বলেছেন, “আপনি পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?”

তবে রহস্যে মোড়ানো ওই পোস্টের কোনো ব্যাখ্যা অমিতাভ দেননি।

সামাজিক মাধ্যমে ভক্তকূলের সঙ্গে বেশ ভালো যোগাযোগ রক্ষা করেন বিগ বি।

সম্প্রতি তিনি ছেলে অভিষেক বচ্চনের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেছেন। সেখানে জন্মদিনে ছেলের জন্য বার্তাও দিয়েছেন অমিতাভ।

সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ। এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি।

গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। ক্লান্তিকে ধারকাছে ঘেষতে না দিয়ে বর্ষীয়ান অভিনেতা কীভাবে শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ ।

সর্বশেষ অমিতাভকে দেখা গেছে ‘ভেটাইয়ান’ সিনেমায়; টি জে জ্ঞানভেল পরিচালিত ওই সিনেমায় দক্ষিণের মহাতারকা রজনীকান্ত অভিনয় করেছেন।

আর ওই সিনেমা দিয়ে ৩৩ বছর পর একসঙ্গে পাওয়া গেছে অমিতাভ ও রজনীকান্তকে।

এছাড়া জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ সিজনেও সঞ্চালনা করছেন তিনি।

আরো..