https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৈবর্তখালী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন, সহ-সভাপতি আব্দুল হক নান্টু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ প্রমুখ।সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..