https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৭

জ্যোতিদের বিপক্ষে হারমানপ্রীতদের লড়াই আজ, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে মুখিয়ে আছে নিগার সুলতানা জ্যোতিরা। গত মাসে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে ছিল বাংলাদেশ। তাই এবার প্রত্যাশা ভারতের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেয়া।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি টিভির পর্দায় দেখার সুযোগ থাকছে টাইগার সমর্থদের সামনে। অবশ্য এর আগে, গত মাসে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল সফরে এসেছিল বাংলাদেশে। তখন এই ঐতিহাসিক সিরিজ কোনো টিভিতে সম্প্রচার না করায় বেশ সমালোচনা হয়। তাই এবার আর সমালোচনার সুযোগ দিচ্ছে না বিসিবি। বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজ এবার সরাসরি দেখাবে টি-স্পোর্টস। বল বাই বল আপডেট দেখা যাবে এখানে ও এখানে।

গত শুক্রবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ-ভারত সিরিজ টি-স্পোর্টসে সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবি। প্রতিবারই নারী ক্রিকেটারদের সিরিজে সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হলেও এবার আর সেই সুযোগ নেই।

আরো..