https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩

জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক কন্যা ‘লাবণ্য রহমান লামিয়া’

নিজস্ব প্রতিনিধি: লাবন্য রহমান লামিয়া জিপিএ ৫ পেয়েছে। সে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত’র কলারোয়া উপজেলা সংবাদদাতা শামসুর রহমান লাল্টুর একমাত্র কণ্যা।লাবন্য, কলারোয়া সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচ,এস,সি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। এরআগে লাবন্য এস,এস,সি (বিজ্ঞান বিভাগ) থেকে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন্ন হয়েছিলো। লাবন্য রহমান লামিয়া শামসুর রহমান লালটু ও নাসিমা রহমানের একমাত্র কন্যা। সে সকলের দোয়া প্রার্থী।

আরো..