অনলাইন ডেস্ক: জায়েদ খানের সঙ্গে একই প্যানেলে নির্বাচন নাও করতে পারেন অভিনেতা মিশা সওদাগর। যদি নির্বাচন করেন তবে একেবারে নতুন প্যানেলে করবেন- এমনটাই জানালেন অভিনেতা।
মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে মিশা বলেন, জায়েদের সঙ্গে নির্বাচন করবো কি করবো না সেটা মুখ্য নয়। যদি শিল্পীরা চায় তাহলে নির্বাচন করবো। কার সঙ্গে করবো এখনও চূড়ান্ত নয়। আমি তো শাকিবের সঙ্গে নির্বাচন করেছি, অমিত হাসানের সঙ্গে নির্বাচন করেছি। এবার হয়তো নতুন প্যানেলে নির্বাচন করবো।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও সন্নিকটে আগামী নির্বাচন।
১ ফেব্রুয়ারি সমিতির বৈঠকে দিনই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন।
শিল্পী সমিতির দায়িত্বে থেকে টানা ১৩ বছর কাজ করেছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গেই ছিলেন দুই বারের নির্বাচিত সভাপতির দায়িত্বে। তবে এবার তার সঙ্গে থাকতে চান না।