স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আসন্ন এ দুই ম্যাচের জন্য আজ ১৬ জনের আংশিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তবে এই স্কোয়াডে নাম নেই জামাল ভূঁইয়ার।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এদিকে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে বর্তমানে ভূটানে আছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। এ কারণে কিংসের বাইরে অন্য ক্লাবগুলোর ফুটবলারদের নিয়ে আংশিক দল ঘোষণা করা হয়েছে।
কিংস ভূটান থেকে ফিরবে আগামী মাসের ৩ তারিখ। এরপর সেই দলের কয়েকজনকে নিয়ে পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে।
এদিকে পূর্ণাঙ্গ দলে জামাল ভূঁইয়া থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। এবারের মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে কোনো দল পাননি। ব্রাদার্স ইউনিয়নে কিছুদিন অনুশীলন করলেও তাঁর নিবন্ধন নিয়ে জটিলতা কাটেনি।
১৬ জনের আংশিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম।