https://www.a1news24.com
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২১

জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই, স্বীকার করলেন নান্নু

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই, স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদীন। এ জন্য ঢাকাকেন্দ্রিক ক্রিকেট কাঠামোকে দায়ী করছেন তিনি। অন্যদিকে, দুই বছরের মধ্যে পাইপলাইন সমৃদ্ধ করে পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন নান্নু’র।

পাইপলাইনে সংকট, ক্রিকেটাররাও এখন জানেন ভালো না করলেও ঘুরেফিরে ডাক পড়বে তাদের। বহু বছর নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীনও কঠিন সত্যটা স্বীকার করলেন।

জাতীয় দলের জন্য পর্যাপ্ত ক্রিকেটার উঠে না আসার পেছনে কারণও কম নয়। এর কারণ হিসেবে ঢাকাকেন্দ্রিক ক্রিকেট কাঠামো, ফ্র্যাঞ্চাইজি লিগে দেশীয়দের কম সুযোগ পাওয়া, প্রথম শ্রেণির ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠাসহ অনেক কিছুই তুলে ধরেছেন নান্নু।

আবারও তাই ‘পরবর্তী বিশ্বকাপ’ ফর্মুলা। তবে পাইপলাইনে অন্তত ৪৫ ক্রিকেটার থাকলে দুই বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে বলেও মনে করেন বিসিবি’র প্রোগ্রাম সমন্বয়ক।

আরো..