https://www.a1news24.com
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫১

জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) খান মোঃ রেজা-উন-নবীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাহুবল ইউনিক ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশন ভবনে চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন বাহুবল ইউনিক ক্লাবের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সহ সভাপতি আহমদ সত্তার সুমন, সভাপতি মুহিবুর রহমান, সদস্য রায়হান আহমদ।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়- অল্প বৃষ্টি হলেই সিলেট সিটি কর্পোরেশনের নব গঠিত ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, অসুস্থ রোগীসহ পথচারীদের এ রোড দিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। এই সড়কে ড্রেনের কোন ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাসনে বাঁধার সৃষ্টি হয় এবং জলবদ্ধতা সৃষ্টি হয়। আমরা অবিলম্বে এই রোডের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে একটি ড্রেন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি

আরো..