https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১

ছাতকের মমতাজ আলী তৃতীয়বারের মতো ম্যানচেস্টারের কাউন্সিলর নির্বাচিত

ছাতকের মমতাজ আলী আজাদ তৃতীয়বারের মতো ম্যানচেস্টারের ওল্ডহ্যাম শহরের নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ২৩০৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লেবার পার্টি থেকে রুজী সুরজান স্বপ্না ১৩২৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দি¦তায় ছিলেন।

মমতাজ আলী আজাদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের হাজী মনোহর আলীর বড় ছেলে। এ বিজয়ে পরিবারের সকল এবং ওল্ডহ্যাম শহরে অবস্থানরত ছাতক উপজেলার সর্বস্তরের জনগণসহ ওয়ার্ডের সকল ভোটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতাজ আলী।

আরো..