https://www.a1news24.com
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩

চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটি সামাজিক সংগঠনের ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠনের উদ্যোগে নগরীর লাক্কাতুরা চা-শ্রমিকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকালে চা-শ্রমিকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।

ক্লিন সিটি সামাজিক সংগঠের সভাপতি নাজিব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এর পরিচালনায় ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ক্লিন সিটি সামাজিক সংগঠের উপদেষ্টা ডা. আরমান আহমদ শিপলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও ভিশনের পরিচালক সোহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লাল, লাক্ষাতুরা পঞ্চায়েত কমিটির পক্ষে নিরেন গোয়ালা, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার দাস, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ গোয়ালা দেব, ক্লিন সিটি সামাজিক সংগঠের সদস্য আব্দুস সবুর শিহাব, প্রদীপ মালাকার, আব্দুল্লাহ রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো..