অনলাইন ডেস্ক: মার্কিন ইহুদি নেতা চাক শুমারের মন্তব্যের নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নির্বাচন নিয়ে তার বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য।
বৃহস্পতিবার নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে বাধা বলে অভিহিত করেন চাক শুমার। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বললেন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “ইসরায়েলে নির্বাচন হবে কি হবে না, তা ইসরায়েল সরকার নিজেই ঠিক করবে। অন্য একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে উৎখাতের চেষ্টা করা অগ্রহণযোগ্য। ইসরায়েলের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি এ দেশের জনগণের।”
ইসরায়েলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “যুদ্ধে জয়ের পরই আমরা এ বিষয়ে ভাবব। যুদ্ধে জয়ের আগেই নির্বাচন আয়োজন করলে ইসরায়েল অন্তত ছয় মাস স্থবির হয়ে থাকবে। এর অর্থ হচ্ছে, আমরা তখন যুদ্ধে হেরে যাব।” সূত্র: সিএনএন