https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯

চট্টগ্রামে আগুনে পুড়ল ৯ ঘর, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চট্টগ্রাম রিপোর্ট: চট্টগ্রামের কোতোয়ালি বলুয়ার দিঘি এলাকায় সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও তিনজন।চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়েছে ৯ বসতঘর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন থেকে আহত অবস্থায় মোট পাঁচজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতরা সম্পর্কে স্বামী- স্ত্রী। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় সেমিপাকা বসতঘরের পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এসব কক্ষ থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল।

আরো..