ঘোড়া দিয়ে হাল ও মই চাষে চলে দরিদ্র মমিনের সংসার
কালের বিবর্তন হলেও জীবিকার তাগিদে
মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ কৃষিতে প্রায় বিলুপ্ত পথে পশু দিয়ে হালচাষ। কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু-মহিষ দিয়ে হাল চাষ প্রচলন আগের মত চোখে পড়েনা তেমন। আর সেই গ্রামীন জনগোষ্ঠীর মনোমুগ্ধর গরু মহিষ দিয়ে হালচাষ দেখা না গেলেও এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল ও মই চাষের ঘটনা খুবই বিরল।আর সেখানে গরু-মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমিচাষ করার চিত্র দেখা গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা আব্দুল মমিন মিয়ার (৬৫)। তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বসত ভিটা ছাড়া কোন জায়গা জমি নেই। ঘোড়া দিয়ে হাল ও মই চাষ করে সংসার চলে তাদের। এক বিঘা জমি ঘোড়া দিয়ে হাল চাষ করে নেন ৪০০ থেকে ৫০০ টাকা। ষাটোর্ধ্ব মমিন মিয়া প্রতিদিন সকাল হলে বেরিয়ে পড়েন অন্যের জমি হালচাষে। এতে সাহায্য করে দুই নাতী।