https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২২

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ঈদে সহযোগিতার হাত বাড়িয়ে দিন : মেয়র আনোয়ারুজ্জামান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একে অন্যর দিকে সহযোগিতা হাত বাড়িয়ে ঈদকে বর্ণিল করে তোলার আহবান জানিয়েছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন; প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকেরই টিনের চালা উড়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অবস্থায় ভিত্তবানদের উচিত ক্ষতিগ্রস্থদের দিকে হাত বাড়িয়ে দেওয়া। শেখঘাটে যুবলীগ নেতা বাপ্পি’র এই উদ্যোগে সিলেটের ভিত্তবানরা এতে উৎসাহিত হবে বলে জানান তিনি।

তিনি রোববার (৭ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর শেখঘাটে জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পি’র উদ্যোগে আয়োজিত ডেউটিন ও ঈদ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের ৪র্থবারের ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী, শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ। তোফায়েল আহমদ সবুজের পরিচালনায় অনুষ্টানে শেখঘাট পঞ্চায়েত ও কাজিরবাজারের ব্যবসায়ী নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

আরো..