বিনোদন ডেস্ক: বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস ড্যারেন।৩ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর৷
অভিনেতা ড্যারেনের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন ঘনিষ্ঠ বন্ধু ন্যান্সি সিনাত্রা। ইনস্টাগ্রামে পোস্টে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সিনাত্রা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয়, সবথেকে কাছের বন্ধুদের একজন চলে গেল।
মহাবিশ্বের বাইরে তার সুন্দর যাত্রা কামনা করছি।’অভিনেতা অ্যালেক বাল্ডউইনও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন৷ ড্যারেনের একটি সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আরআইপি জেমস ড্যারেন।’
অভিনেতা ড্যারেনের ছেলে জিম মোরেট নিশ্চিত করেছেন যে তার বাবা লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে মারা গেছেন। ড্যারেনকে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করার কথা ছিল৷ তবে অস্ত্রোপচারের জন্য তাকে খুব দুর্বল বলে মনে হচ্ছিল বলে জানিয়েছেন ডাক্তাররা।
তারপর ঘুমের মধ্যেই এই তারকা নিঃশব্দে চলে যান না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
জেমস ড্যারেন টিন আইডল স্ট্যাটাস থেকে ‘গিজেট’-এর মতো যুব-ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করে। ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’ এবং ‘টিজে’-এর মতো টিভি শোতে অভিনয় করে তারকাখ্যাতি পান। এরপর অসংখ্য নাটক ও চলচ্চিত্রে দেখা গেছে তাকে। তিনি একাধারে একজন অভিনেতা, গায়ক এবং পরিচালক।