সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : গ্রীন লাইফ সেচ্ছাসেবী সংগঠননের সেচ্ছাসেবকদের সহায়তায় পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার মো: নূর আলম এর নেতৃত্বে ব্লক চেকিং কার্যক্রম পরিচালনা করা হয় ১৭ অক্টোবর বৃহস্পতিবার।
পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৬ ডাউন বুড়িমারী কমিউটার ট্রেনে এ চেকিং কার্যক্রম চালানো হয়। এই চেকিং কার্যক্রমে ৪৪১ জন যাত্রীর কাছ থেকে জড়িমানা সহ তের হাজার ষাট (১৩০৬০) টাকা ভাড়া আদায় করা হয়।
এসময় গ্রীন লাইফ সেচ্ছাসেবী সংগঠনের রব্বানী হোসেন সম্রাট, সাইদ আহমেদ রিয়াছাত, মায়াবী হাসান, রায়হান, জুবায়েদ, জিন্নাত, সেলিম, তুষার, রোকন, মেহেজাবিন প্রমুখ ছিলেন।।