https://www.a1news24.com
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৪

গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা, দ্রুত নেওয়া হল হাসপাতালে

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ মঙ্গলবার দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকালে ভুলবশত অভিনেতার হাত থেকে অস্ত্র পড়ে যেয়ে গুলি চলে। গুলিটি তার পায়ে লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি আলমারিতে তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। পায়ে গুলি লেগেছে।’

তিনি আরও জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।

পুলিশ অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে এবং তদন্ত করছে। অভিনেতার আহত হওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। ‘হাত থেকে পড়ে গিয়ে গুলি চলা’র বিষয়টি বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। অনেকেই মনে করছেন, এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। ভক্তদের আশা, সুস্থ হয়ে গোবিন্দ নিজেই জানাবেন প্রকৃত ঘটনা। তবে আপাতত প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো..