https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫

গাজী মাজহারুল আনোয়ার ও জোহরা গাজীর নতুন বইয়ের মোড়ক

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘অল্প কথার গল্প গান’ বইয়ের চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছে। গানের নেপথ্যের গল্প নিয়ে লিখিত বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশনী।

গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে গীতিকারের সহধর্মিনী জোহরা গাজীর লেখা ‘আগুনের সাথে বসবাস’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

নতুন বইয়ে পূর্বের তিন খণ্ডের মতো রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট।

প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গানবাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিনী রমলা সাহা, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, সংগীতশিল্পী ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কোনাল, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহিদুল আলম সাচ্চুসহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

আরো..