শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধবিরতি লংঘন করে গাজায় ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
জনাব সুব্রত চৌধুরী বলেন, ইসরায়েল ও প্যালেস্টাইন এর মধ্যে চলমান যুদ্ধে ৫০ হাজারেরও অধিক নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
হত্যাকাণ্ডের জন্য দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিরূদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন প্রস্তাবে আবারো যুদ্ধ বিরোধী কার্যকর হয় কিন্তু গণহত্যা অব্যাহত আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি আরো বলেন, বিশ্ব নেতারা গোপনে নেতানিয়াহুর সাথে বৈঠক করে আর্থিক সুবিধা নিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। আমরা শান্তি চাই,যুদ্ধ চাই না।
দলের সাধারণ সম্পাদক ডা মো.মিজানুর রহমান বলেন আমরা জাতিসংঘ ঘোষিত দ্বি রাষ্ট্র সমাধান চাই। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চাই। সকল ধরনের যুদ্ধ বন্ধ চাই।যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতী কার্যকর করতে এবং গাজায় মানবিক সাহায্য, চিকিৎসা কার্যক্রম জোরদার করার জন্য জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট সুরাইয়া খাতুন, শাহ নুরুজ্জামান, রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ উল্লাহ মধু, হাবিবুর রহমান বুলু, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাগর, আশরাফ হোসেন, নুরুল ইসলাম, এ্যাডভোকেট মজিবুল হক, সানজিদ রহমান শুভ প্রমূখ।