https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

গরুর খাদ্য সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে রাখালের মৃত্যু

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের পশ্চিম জগৎবের ১ নং ওয়ার্ডে গরুর খাদ্য সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে একজন রাখালের মৃত্যু হয়েছে। সোমবার ১৪ এপ্রিল আনুমানি সকাল ৯:৩০ মিনিটে ভুট্টা খেতে গরুর জন্য পাতা সংগ্রহ করতে গেলে আগে থেকেই ভুট্টা ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ফাইজুল হক(৪৫) নামে এক রাখাল। ফাইজুল হক চার সন্তানের জনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সফিউল আলম জানান, জগতবেড় ১ নং ওয়ার্ডের মদনাপাড়া এলাকার প্রায় ৫০ টি পরিবার বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। গত ১০ এপ্রিল ভোরে পাটগ্রাম উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি গাছপালা সহ উপরে পড়ে বিদ্যুতের খুঁটি। জগৎবেড়ের মদনাপারা এলাকার ভুট্টা ক্ষেতের মাঝে বাঁশের খুঁটি ভেঙ্গে বিদ্যুতের খুঁটি পড়ে থাকে যা কারো দৃষ্টিগোচর হয়নি। সেই পড়ে থাকা বিদ্যুতের তারে ভুট্টা খেতে পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনার স্থলে মৃত্যুবরণ করেন ফয়জুল হক। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুর খবর শুনেছি। কেউ থানায় অভিযোগ করেনি, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

আরো..