পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রামের সকলের পরিচিত মুখ ডাক্তার প্রণব কুমার দাস ওরফে পি.কে দাস (৬৮) শনিবার (৭সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালীন এক পুত্র এক কন্যা ও এক স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৮৮ সালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এ যোগদান করেন এবং ২০১৪সাল অবসর গ্রহণ করেন। এলাকায় তিনি গরিবের ডা: নামে পরিচিত। তার প্রাকটিস জীবনে ব্যক্তিগত চেম্বারে তিনি কখনও নির্ধারিত ফি নিয়ে রোগী দেখেন নি। ডা: পি কে দাস সম্পর্কে ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পাটগ্রাম উপজেলা সভাপতি ইবাদুজ্জামান বাপি জানান, ডা: পি কে দাস ছিলেন একজন জনদরদি মানুষ। সেবা করাই ছিল তার মূল লক্ষ যার কারনে তিনি পিছিয়েপড়া পাটগ্রাম বাসীর কথা চিন্তা করে কখনোই বদলি নেননি। তার টাকার প্রতি কোন লোভ ছিল না। চেম্বার প্রাকটিসেও সাধারণ মানুষ যা দিতেন তাই নিয়ে খুশি ছিলেন। পাটগ্রাম জগতবেড় ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৬৫) জানান তিনি জীবনে যত বারেই তার চেম্বারে গিয়েছেন কখনোই ভিজিট নেন নি, মাঝে মধ্যে ফ্রী ওসুধও দিয়েছেন। এ দীর্ঘ সময় একাধিক বার তাঁর বদলীর আদেশ হলেও পাটগ্রামে তাঁর জনপ্রিয়তার কারনে জনসাধারণের চাঁপের মুখে বার বার বদলীর আদেশ বাতিল করে কর্তৃপক্ষ জনসেবার কথা বিবেচনা করে তাঁকে পাটগ্রামে ফিরিয়ে দিতেন। তাঁর মৃত্যু পাটগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁর গ্রামের বাড়ি নাটোর জেলার সিঙ্গড়া উপজেলার ভাড় নগরকান্দি গ্রামে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:৪৮