https://www.a1news24.com
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (৩ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। এসময় সমাবেশে জেলার পাচঁঁ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলা দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু বলেন, অবৈধ ভাবে টিকে থাকতে বিএনপি নেত্রীকে আটকিয়ে চিকিৎসা দিচ্ছে না এই সরকার। আওয়ামী লীগের মায়া, হাজী সেলিম সহ অনেক মন্ত্রী এমপিসহ চুনুপুটি নেতারা সাজাপ্রাপ্ত হওয়ার পরেও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, জামিনে মুক্ত হচ্ছেন। অথচ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে দিয়েও তাকে আটকে রেখে চিকিৎসা সেবা নেয়ার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। দেশেও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন না। অপেক্ষা করুন প্রত্যেকটির হিসেব বাংলাদেশের জনগণ নিবে আপনাদের কাছে।

তিনি আরো বলেন, আমরা দাবী করেছিলাম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সরকারের (আওয়ামী লীগ) অবৈধ এমপিরা বলেন আইনে নাকি কুলায় না। তারা ঠিকই বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, জামিন নিচ্ছেন। তাদের বেলায় কোন সমস্যা হয়না। তাদের কোন বিচার হয়না। বিএনপি নেত্রীকে আটকে রাখলে গণতন্ত্রকে আটকে রাখা যাবে, অবৈধ ভোট করা যাবে। এজন্যই তারা মিথ্যা মামলায় নেত্রীকে আটকে রেখেছেন, উন্নত চিকিৎসা দিচ্ছেন না। অপেক্ষা করুন তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।

পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট রিনা পারভীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু দাউদ প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক এবিএম আখতারুজ্জামান শাহজাহান বক্তব্য দেন।

আরো..