https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১২

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে, শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৩টার পরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবশ্য বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত হৃদযন্ত্রে পেসমেকার বসানো নিয়ে কিছু জানানো হয়নি।

আনিসুল হক বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হার্টের পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন বলে ২০২০ সাল থেকে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া তার পছন্দমত হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যে নির্বাহী আদেশে বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে, সে আইনে তার বিদেশে চিকিৎসার সুযোগ নেই। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি বলেও জানান আইনমন্ত্রী।

আরো..