https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

খান সালমান কেন গরুর মাংস ছুঁয়েও দেখেন না!

বিনোদন ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হয়েও খাবারের তালিকায় গুরুর মাংস বাদ রেখেছেন বলে জানিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খান।

তিনি বলেছেন, তার মা সুশীলা চরক হিন্দু ধর্মের মানুষ, আর হিন্দু ধর্মে গরুকে মাতৃরূপে পূজা করা হয়। তাই নিজের মা এবং হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি গরুর মাংস খান না।হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাৎকারে সালমান এই কথা জানিয়েছেন।

সালমান বলেন, “গরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, সেটিও একটা কারণ অবশ্যই। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়। আমি গরু এবং শূকরের মাংস ছাড়া সবই খাই।’’

সেখানে আলাপচারিতায় ধর্মের প্রসঙ্গ উঠলে তিনি সব ধর্মের প্রতি তার মনোভাব তুলে ধরেন। এছাড়া তার পরিবারে ধর্মীয় বৈচিত্র্যতা নিয়েও আলোচনা করেন তিনি।

সালমানের কথায় জানা গেছে, তার বাবা চিত্রনাট্যকার প্রযোজক সেলিম খান সুশীলা চরককে বিয়ে করেছিলেন ১৯৬৪ সালে। সুশীলা যদিও পরিচিত সালমা নামে। সেলিম খান ও সালমা দম্পতির চার সন্তান। তারা হলেন-আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা খান।

এরপর ১৯৮১ সালে সেলিম খান হিন্দি সিনেমার ওই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন। এই দম্পতি পরবর্তীতে একটি মেয়েকে দত্তক নেন, তার নাম অর্পিতা।

সালমান বলেন, “আমার বাবা মুসলিম, মা হিন্দু ধর্মের মানুষ। আবার আমার দ্বিতীয় মা খ্রিস্টান ধর্মের। তাই সব ধরনের সংস্কৃতি এবং ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।”

সালমান এ সময় তাদের বাড়িতে ঘটা করে গণেশ চতুর্থী, দীপাবলী এবং ঈদ উদযাপনের কথা তুলে ধরেন।সালমান এখন ব্যস্ত আছেন তার ‘সিকান্দার’ সিনেমার কাজে। এই সিনেমায় সালমানের নায়িকা হয়েছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মানদানা।চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির।

আরো..