পঞ্চগড় প্রতিনিধি: সরাদেশে চলমান কোটা ইস্যুর মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখতে, জনদূর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সংগঠনটির আয়োজনে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সমাবেশে সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবি তুলেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সমাবেশে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের কোটা ইস্যুর দাবির প্রেক্ষিতে কাজ করছেন বলে জানিয়ে সকলকে তাদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান আইনের প্রতি শ্রদ্ধা রাখার কথার পাশাপাশি আদালতের সিদ্ধান্তকে চুড়ান্ত জানিয়ে যৌক্তিক এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর রহিম রিপন, সহ সভাপতি মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহিদ হাসান জনি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।