https://www.a1news24.com
২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৯

কোটা আন্দোলনে সংহতি প্রকাশে প্রবাসী বাংলাদেশিদের সাজা হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন ও সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার খুব উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীর বরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকে আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।’

আরো..