https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১১

কেন মৃত্যুর এই মিথ্যে নাটক, চাইলেন ক্ষমা পুনম পান্ডে

অনলাইন ডেস্ক: মৃত্যুর খবর চাউর হওয়ার পর অনেকেই বলেছিলেন, পুনম পাণ্ডে ‘চমকে দিতে’ পছন্দ করতেন। শেষমেষ তাই-ই ঘটলো। শনিবার নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিও দিয়ে পুনম জানালেন তিনি বেঁচে আছে।

শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তোলপাড় ওঠে বলিউডে। মৃত্যু সংবাদে সমবেদনা জানিয়েছিলেন কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব। পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তার বন্ধু মুনাওয়ার ফারুকিও। অবশেষে নাটকে যবনিকা পতন। নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’। তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে ছিলো কারণ। খবর আনন্দবাজারের।

শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? বেলা বাড়তেই অভিনেত্রীর সহকারীর তরফে তার মৃত্যুর খবরে স্বীকৃতি দেওয়া হয়। তবে শুক্রবার দিনভর পুনমের মৃত্যু নিয়ে নানা জল্পনা চলে। নতুন নতুন তথ্য আসে। কখনো জরায়ুমুখের ক্যানসার, কখনও মাত্রাতিরিক্ত মাদক। কেউই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না ‘পুনম নেই’। প্রায় এক দিনের সাসপেন্স, তার পরই বেঁচে উঠলেন পুনম।তার পরিবারের সদস্যদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগ করতে না পারায় জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠে।

পুনমের মৃত্যু নিয়ে জল্পনা, আগুনে ঘি ঢাললেন নিরাপত্তারক্ষীপুনমের মৃত্যু নিয়ে জল্পনা, আগুনে ঘি ঢাললেন নিরাপত্তারক্ষী
শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন। জরায়ুমুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম।

সম্প্রতি ভারতের অন্তর্বতী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদের জরায়ুমুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন। তার পরের দিনই পুনমের এই পোস্ট, গোটা এক দিন টানটান রহস্য। তবে কি অর্থমন্ত্রীর কথাকেই গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি!

১০ বছরের কর্মজীবনে অসংখ্য বার বিতর্কে জড়িয়েছেন পুনম। বার বার বলেছেন ‘প্রচারের আলো চাই না।’ কিন্তু, তার পরেই এমন কাণ্ড ঘটিয়েছেন যে, লোকের নজরে পড়তে বাধ্য হয়েছেন। কিন্তু পুনম সকলকে চমকে দিতে ভালবাসতেন। মৃত্যুর দিন কয়েক আগেই একটি পার্টিতে যান। সেখানেই এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘খুব বড় খবর দেবো আপনাদের। আসলে আমার চমক দিতে ভাল লাগে। আর যখন সবাই ভাবে এই মেয়ে এ বার শুধরে গিয়েছে, তখনও চমকে দেওয়ার মজাই আলাদা।’

আরো..