https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯ মার্চ’২৫ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাকে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানার মামলা নং ১৩, তাং ১০/১০/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/ ৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০২/ ৩৭৯/৪৩৬/৪২৭/ ৫০৬/১১৪ পেনাল কোড রয়েছে।

এছাড়া সে একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামি। সাদ্দামের পিতা মৃত আকবর আলী। সে কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা গোডাউন পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, পতিত সরকার ক্ষমতায় থাকার সময় সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী গ্রুপ জেলা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সে বর্তমানে সরকার বিরোধী গোপন ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছ। তার গ্রেফতারকে পু্লিশ বড় সাফল্য হিসেবে দেখছে।

আরো..