বিনোদন ডেস্ক: অর্থবিত্ত, যশ খ্যাতি দুহাত ভরে পেয়েছেন শাহরুখ খান। এক জীবনে এতটা কম লোকেই পান। তবে বলিউডে শুরুর দিনগুলো মোটেও মসৃণ ছিল না কিং খানের। কিস্তির টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় হারাতে হয়েছিল সাধের গাড়ি। বিষয়টি জানিয়েছেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানান, ১৯৯২ সালের ঘটনা। সেসময় শাহরুখ তার সঙ্গে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিটি করছেন। এছাড়াও দিব্যা ভারতীর সঙ্গে একটি ছবি করছিলেন। হাতে ছিল ‘দিল আশনা হ্যায়’ নামক একটি ছবি।
জুহি বলেন, “সেই সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত তাও জানতাম না। শুটিংয়েই খেত সেখানেই থাকত, ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি ঠাট্টা করত। আমার ধারণা তেমন কোনো বন্দোবস্ত ছিল না সেই সময় ওর। একদিন দেখলাম ও কালো গাড়িটাও চলে গেল। কিস্তির টাকা শোধ করতে পারেনি সেই সময়। আর আজ দেখুন কতটা সফল সে।’’
নিজের দারিদ্রতা নিয়ে শাহরুখও কখনও রাখঢাক করেননি। স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন অতীত নিয়ে। অর্থাভাবে বাবার চিকিৎসা ঠিকমতো করতে পারেননি বলেও জানিয়েছেন।