সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার ভোর ছয়টায় শুরু হয় কালবৈশাখী ঝড় এবং দুই ঘন্টা যাবৎ তান্ডব চালায়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পাটগ্রাম উপজেলার কাঁচা আধাপাকা ঘরবাড়ি। গাছ উপরে পরে যোগাযোগ বন্ধ হয় ভিভিন্ন এলাকায়। ঝড়ে খুটি পরে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে পুরো উপজেলা। পাটগ্রাম উপজেলা তথ্য কেন্দ্র থেকে জানানো হয় প্রায় ৫ শতাধিক কাঁচা-অধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এবছর পাটগ্রাম উপজেলায় ১৩ হাজার ৪ শত ৮০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়। আজ বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয় ভুট্টা ক্ষেতের। এবিষয়ে পাটগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার জানান, ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছ তা নির্ণয়ে কাজ চলছে।
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ৯:৩১