https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫

কালবৈশাখী ঝড়ে রাজারহাট দুই দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফসলের ব্যাপক ক্ষতি

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) : কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাথে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুইদিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে ফ্রিজে সংরক্ষিত জিনিস নষ্ট হয়ে গেছে, মোবাইল ফোন ও অটোরিকশায় চার্জ দিতে পারছেন না তাই তুলনামূলক রাস্তায় অটোরিকশা নাই। সাথে বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির কারণে বোরো ধান, পটলের জাঙ্গলি, পেঁপে, আম, কলাগাছ ও সুপারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে যাওয়ায় সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ রাজারহাট অভিযোগ কেন্দ্রের এলটি আলহাজ্ব হাফিজুর রহমান জানান, দুর্যোগ মোকাবেলায় আমাদের কাজ চলমান রয়েছে। গতকাল যেগুলো কাজ করেছি রাতের আবার ঝড়ে সে কাজগুলো নষ্ট হচ্ছে। আর নতুন করে ঝড় তুফান না হলে আজ রাতের মধ্যেই শতভাগ কাজ সম্পন্ন হবে বলে আশাকরা যায় তবে জরুরিভাবে অফিস ও চলমান এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষা কেন্দ্র গুলো বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। উল্লেখ গত শনিবার ও রোববার রাতে উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়।

আরো..