https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮

কারামুক্ত শামসুজ্জামান দুদুর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বুধবার মেরুল বাড্ডায় শামসুজ্জামান দুদুর বাসায় যান মঈন খান।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

আরো..