https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১২

কারামুক্ত মুন্নার বাসায় মঈন খান; খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে মুন্নার বাসায় গিয়ে তার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন তিনি। এ সময় খোঁজ নিতে বাসায় যাওয়ায় বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুন্না।

কারামুক্ত মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো..