কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক গণিত বিভাগের বিভাগীয় প্রধান সকলের প্রিয় শিক্ষক মজিবুর রহমান (৫৯) চলে গেলেন না ফেরার দেশে। (ইন্না-লিল্লাহি—রাজেউন)। তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রংপুরের বাসায় শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন।
তার প্রথম জানাযা নামাজ রংপুরের বাসায় শনিবার সকালে এবং দ্বিতীয় জানাযা নামাজ কর্মস্থল কাউনিয়া কলেজে সকাল দশটায় এবং সকাল ১১টা ৩০ মিনিটে তৃতীয় জানাযা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জনাযায় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, সুধী, সাংবাদিকসহ এলাকার শতশত মানুষ অংশ গ্রহন করে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ১কন্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল।