https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৪

কাউনিয়ার হারাগাছ থেকে মাদকসহ ব্যবসায়ী আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম লালমনিরহাট উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামের মৃত সুরুত আলীর ছেলে। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের একতা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শুক্রবার রংপুর আদালতে প্রেরন করা হয়েছে।

আরো..