https://www.a1news24.com
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০

কাউনিয়ার মীরবাগ ডিগ্রী কলেজে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের বাস্তবায়নে, রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা মীরবাগ ডিগ্রী কলেজ হল রুমে গত সোমবার বিকালে সহকারী অধ্যাপক গনেশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরামের সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন রিসোর্স পারসন ও কাউনিয়া উপজেলা প্রোগাম অর্গানাইজার মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক দীলিপ চন্দ্র বর্মন, সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, শরীরচর্চা শিক্ষক রুহুল আমীন, প্রবাস বন্ধু ফোরামের সদস্য নাজমুল হোসেন নান্নু প্রমূখ। সভায় মীরবাগ ডিগ্রী কলেজের শি¶ক, ছাত্র-ছাত্রীসহ ৭০ জন উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সভায় কুইজ প্রতিযোগিতায় ১৫জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

আরো..